পটভূমি
১৯৩৮ সালে বরিশালের বৈরল গ্রামে একটি বিরাট সভার আয়োজন করেন চন্দ্রনাথ বসু। প্রায় ১০০ টি গ্রামের লোক সেখানে উপস্থিত হয়। সভায় ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দেবেন ভট্টাচার্য প্রমুখ নেতৃবর্গ যোগদান করেন। পরের বছর তাঁর প্রতিষ্ঠিত রামদিয়া শান্তি আশ্রমে সার্বজনীন দুর্গাপূজার ব্যবস্থা করা হয়।
তিনি ১৯৪২ সালে রামদিয়ায় রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজ ও রামদিয়া শ্রীকৃষ্ণ শশীকমল বিদ্যাপীঠ এবং ১৯৪৬ সালে রামদিয়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে চন্দ্রনাথকে একজন সমাজকর্মী হিসেবে উল্লেখ করেছেন। পাকিস্তান হওয়ার পর একজন সরকারি কর্মচারী অত্যুৎসাহে প্রশাসনকে মিথ্যা খবর দিয়ে তাঁকে গ্রেফতার করায় এবং তাঁর শাস্তি হয় ।
রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি সরকারি কলেজ। এই কলেজটি সরকারি এস কে কলেজ ,রামদিয়া নামেও পরিচিত। কাশিয়ানী উপজেলার তথা গোপালগঞ্জের প্রাচীন কলেজ যা বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক চন্দ্রনাথ বসু ধারা দেশ বিভাগের আগে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত করেন এবং ১৯৮৪ সালে জাতীয়করন হয়।