Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুন ২০২৪

এক নজরে

 

ইতিহাস

রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি সরকারি কলেজ।  এই কলেজটি সরকারি  এস কে কলেজ  ,রামদিয়া  নামেও পরিচিত। কাশিয়ানী উপজেলার তথা গোপালগঞ্জের প্রাচীন কলেজ যা বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক চন্দ্রনাথ বসু ধারা দেশ বিভাগের আগে  ১৯৪২ সালে প্রতিষ্ঠিত করেন এবং ১৯৮৪ সালে জাতীয়করন হয়।

 

অবস্থান

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় রামদিয়া অবস্থিত। দক্ষিণে রামদিয়া বাজার, পূর্বে রামদিয়া খাল৷ একাদশ ও দ্বাদশ শ্রেণী, স্নাতকসহ ০৫ টি বিষয়ে অনার্স এ পাঠদান করা হয় ৷ এই কলেজে দুই টি ছাত্রাবাস (হোস্টেল) রয়েছে , একটি মুসলিম ছাত্রাবাস আরেকটি হিন্দু ছাত্রাবাস। কলেজে মোট ৬ টি পাকা ভবন রয়েছে , যার মধ্যে একটি ৬ তলা , দুইটি ৩ তলা ,দুইটি ২ তলা এবং দুইটি ১ তলা।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় রামদিয়া গ্রামে অবস্থিত। দক্ষিণে রামদিয়া বাজার, পূর্বে রামদিয়া খাল। কলেজের পাশেই রয়েছে রামদিয়া বড় বাজার যা প্রায় আধা কিলোমিটার প্রযন্ত এই বাজারে ই প্রাচীন কাল থেকেই সপ্তাহে দুই দিন হাট বসে আসতেছে , এই কলেজের মধ্যে একটি কৃষ্ণচূড়া গাছ ও তার পাশে দিঘী রয়েছে ।

 

অনুষদ ও বিভাগসমূহ

রামদিয়া সরকারি শ্রীকৃশ কলেজে একটি সুসজ্জিত শেখ রাসেল আইসিটি ল্যাব , ৩০ হাজার বই সমৃদ্ধ লাইব্রেরি ,রসায়ন, পদার্থ ,উদ্ভিদবিজ্ঞান এর পৃথক ল্যাব সহ  মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে শ্রেণিকার্যক্রম পরিচালনার ব্যবস্থা রয়েছে।

স্নাতক সম্মান

 

ডিগ্রি পাস ও সার্টিফিকেট

উচ্চ মাধ্যমিক